সভ্যতাকে বাঁচতে দিও
- এস জামান হুসাইন - খেলা ঘর ২৫-০৪-২০২৪

অশ্লীলতা নয়তো ভালো,
অনেক খারাপ কাজ,
অশ্লীলতা দূর করে যে
লজ্জা- শরম- লাজ।

অশ্লীলতা ধ্বংস আনে,
ধ্বংস ধরার বুকে,
লক্ষ্য যুবক সুখের আশায়
মরছে ধুঁকে ধুঁকে।

অশ্লীলতা ভাইয়ে ভাইয়ে
সমর - যুদ্ধ আনে,
রক্ত ঝরে, নদী জাগে
কালো রক্ত বানে।

হাসি কাড়ে, শান্তি কাড়ে,
আরও ঝগড়া বাড়ে,
অশান্তির ঐ দাবানলের
ঘন কড়া নাড়ে।

নগ্নতা আর অশ্লীলতা
অনেক বড় পাপ,
কভূ পাপ ছাড়ে না কাউকে,
ছাড়ে না তার বাপ।

সভ্য সমাজ, সভ্য জাতি
ব্যয় করে না বাজে,
প্রমাণ আছে ভূরি ভূরি
ইতিহাসের ভাঁজে ।

অশ্লীলতা নষ্ট করে
সমাজ, দেশ ও জাতি,
বয়ে আনে মহামারী,
নিভায় আলোর বাতি।

সভ্যতাকে বাঁচতে দিও,
অশ্লীলতা ছেড়ে,
শালীনতা আঁকড়ে ধর,
শান্তি যাবেই বেড়ে ।

১৭ মার্চ, ২০২০
লালমনিরহাট ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।