আমার বাগিচা
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

আমার মনের ফুল বাগিচায়
ফুল ফুঁটেছে অতি
নানান রঙের পাখনা মেলে
উড়ছে প্রজাপতি।

ফুল পাখি সব খেলা করে
আমার বাগান জুরে
কিচির মিচির শব্দ শোনে
হৃদয় আমার জুড়ে।

যেদিক পানেই তাকাই দেখি
ফুলে ফুলে ভরা
সুবাস ছড়ায় দেশ বিদেশে
অপরুপ মনোহরা।

এই বাগানের মালি আমি
এই বাগানেই বাস
এই বাগানেই সুখের স্বপন
দেখি বারো মাস।

তোরা আমার ফুলপাখি আর
তোরাই প্রজাপতি
তোদের নিয়েই স্বপ্ন আমার
সাজাই দিবারাতি।

যাসনে তোরা আমায় ফেলে
কোন দিনও উড়ে
তোদের মাঝেই প্রাণটা আমার
থাকিস নাকো দূরে।
*****

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।