আমার কলেমা
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা দিলেন দয়াময়
এই কলেমা আমার পরিচয়
এই কলেমা আমার ইহকালে পরকালে
সকল চাওয়ার শেষ পরিনয়।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা আমার জান
এই কলেমা আমার মান
এই কলেমার তরে সপেছি জীবণ
যায় যাবে যাক প্রাণ।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা আমার বিশ্বাস
এই কলেমা আমার নিঃশ্বাস
এই কলেমায় আছে দুই জাহানের
ভালোবাসার আশ্বাস।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা আমার ভক্তি
এই কলেমা আমার মুক্তি
এই কলেমার আলোয় দূর হবে যত
আধার অশুভ শক্তি।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা চির অক্ষয়
এই কলেমা দৃঢ় প্রত্যয়
এই কলেমার বলে আনিবো মোরা
দ্বীন ইসলামের বিজয়।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা আমার গৌরব
এই কলেমা আমার সৌরভ
এই কলেমা আমার শত জনমের সুখ
চাইনাকো বিত্ত বৈভব।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
এই কলেমা আমার নিশান
এই কলেমা আমার বিধান
এই কলেমা রাখিয়া ক্বলবে আমার
দিওগো জিবনের অবসান।
*****

রচনাকালঃ ১২ সেপ্টেম্বর ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।