বেদনা
- পঙ্কজ শীল ২৩-০৪-২০২৪

স্বপ্ন ছিলো সুখমেখে রম্যলেখক হবো-
অথচ! জীবনের গায়ে লেগে আছে দুঃখের সাদা রঙ!
কপালের ভাঁজে দুঃসময়ের আকাশ।
কলমের কালি বিদ্রোহ ছাড়া আর লিখেনা কিছুই
বেঁচে আছি একটি বিদ্রোহ দেখার জন্যে
যেখানে আমার মৃত্যু হবে!

মৃত্যুর পর পূনরায় আপাদমস্তক কবি হয়ে জন্মাবো।

পাতালের গভীর থেকে মানুষ যেমন সুপেয় জল আনে
সেভাবে গভীর থেকে এনে পৃথিবীর সবাই-
তৃষ্ণায় পাঠ করবে আমার কবিতা
কালেরও কাল,মহাকাল...
সেদিনই আমি অমর হবো।

তারপরও যদি মরে যাই,কবি হয়ে ওঠা হবে না কোনোদিন
এই না হয়ে ওঠার নাম,আমার এবং সকল কবিদের বেদনা...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৩-০৪-২০২০ ১৪:৫৩ মিঃ

ভালো লাগলো । ঘরে থাকুন। ভালো থাকুন।