তুমি বিচিত্রময়
- রুহুল আমিন ১৫-০৫-২০২৪

তুমি এত বড় স্বার্থপর তা ছিল অজানা, তুমি বিচিত্রময় তুমি সুখের ঘরে আগুন রহস্যময় হেসে হেসে কর খুন । তুমি এত বড় বেঈমান তা ছিল অজানা, তুমি প্রতিশ্রুতি ভাঙ্গো চোখের পলকে আকাশের রঙে মিলাও ডানা তুমি এতটা বেঈমান তা ছিল অজানা । তুমি বিচিত্রমুখিতা অসত্যবাদী সোনার রঙে নকল প্রচ্ছদপট কাচের গ্লাসে বহুরুপি পানি । তুমি চৈত্র মাসের খরা রোদ বৈশাখি কালো হাওয়া ফাল্গুনী ফুল শিমুল বকুল বারে বারে ফিরে পাওয়া । তুমি অনুরাগী রোদনের রোদন হাসি মাখা হাসি মুখ তুমি বিচিত্রময় সু-পথে নিরাময় অসুখ ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।