তোমাদের চা কাকা
- Tamal Ghosh ১৭-০৫-২০২৪

আমি তোমাদের চা কাকা
প্রতিনিয়তই তোমাদের মনে পড়ছে আমায় !
চা খাবো না আমরা ?
আমরা খাবো না চা ?
এই নিয়েই তাই এখন মজে আছো সবাই |

ফেসবুক,টিক টক আর হোয়াটস্যাপ এ তে
আমি, শুধু আমি, আমি ছাড়া আর কিছু নাই
বেচারা, নিরীহ নই আমি ?
আমি নিরীহ, বেচারা নই ?
এই কথাটা বোঝার তোমাদের কি বোধ নাই ?

নেটিজেনদের সমাজ যে এটা
ভাইরাল, শুধু ভাইরাল, ভাইরাল ছাড়া যেন গতি নাই
আজ নিপীড়িত না আমি ?
আমি নিপীড়িত না আজ ?
সোশ্যাল মিডিয়া না বোঝাটা হয়ত অপরাধ হায় ?

এখন নাকি আমি সেলিব্রিটি
কিসব সেলফি-গ্রুপফি তোমরা তুলছো যা তাই
আজ মজার খোরাক না আমি ?
আমি মজার খোরাক না আজ ?
কর্তৃ আর কর্মবাচ্য এ কোন মেতে আছো সদাই ?

আমি তোমাদের চা কাকা
বলছি এবার একটু মন দিয়ে শোনো সবাই
ঢের হয় নি ঢং ?
ঢং হয় নি ঢের ?
তোমাদের ভার্চুয়াল জগৎ হতে আমি এবার নিস্তার চাই |

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।