এ কেমন যুদ্ধ
- উত্তম চক্রবর্তী ২০-০৫-২০২৪

এ কেমন এক যুদ্ধ বল
যায় না দেখা অস্ত্র,
গোলাবারুদ নেই তো কোন
নেই যে সমরাস্ত্র!

সৈন্য সেনা, সাজ-সরঞ্জাম
গ্রেনেড হামলা নয়,
প্রাণঘাতী এক ভাইরাস আজ
পরাস্তে সব ক্ষয়!

অর্থ-বিত্ত, ধন ও জন
সব কিছু কে মারে,
পরমাণু বোমা হতে
শক্তি বহু ধারে!

বন্দী লোকে চার দেয়ালে
মৃত্যু পুরী হাতে,
যায় না ছোঁয়া একে অপর
বিপত্তিটা তাতে!

বিঘ্ন-দশা দূর কর হে
এ ধরিত্রী হতে,
সর্ব জনে কৃপা কর
সুস্থ শোভন পথে।

তাং- ১১/০৪/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Dojieb
১২-০৪-২০২০ ০৫:৩৮ মিঃ

সুন্দরম। সব আবার আগের মতো হয়ে যাক।

M2_mohi
১২-০৪-২০২০ ০৩:৩৫ মিঃ

অনিন্দ্য সুন্দর