কামিনী
- Tamal Ghosh - জীবনতৃষ্ণা ১৭-০৫-২০২৪

জগৎ বাগিচায় প্রভু করেছে সৃষ্ট
শত শতাধিক কত মুকুল সুমিষ্ট |
আষাঢ় ভাসিয়ে তারা, ডুবিয়েছে কূল
মনস্তাপ বুকে লয়ে, অতৃপ্ত ব্যাকুল |
তাহারি মাঝে ছিল এক স্বপ্নসুন্দরী
যৌবন কুঞ্জে যাহার এসেছে বাহারি ||

আবৃত রয়েছে কান্তা, হইয়া সৃঞ্চন
প্রেয়সী রূপিণী সে নবরূপে কাঞ্চন |
হৃদয়ে কামনা হইবার তরে পূর্ণ
মধুকরের সোহাগে হইবে সে ধন্য |
মেলিয়া ধরিতে চাই কামাতু প্রভাস
প্রিয়বর এসে যেথা করিবে বিলাস ||

নব অনুরাগে যেন নববধূ জাগে
ভাসাতে চায় যৌবন, সুর ছন্দ রাগে |
অদৃষ্টেরে দিয়া থাকে সদা দোষারোপ
ডুবুরি কি আসিবে না ডুবিতে স্বরূপ |
স্রস্টা হাসিয়া ভাবে হইবি তুই পণ্য
প্রেমজ্বালা জুড়ালে হইবি অবসন্ন ||

সময়ের আগে তোর বসন্তের ইচ্ছা
নশ্বর কামধেনুতে এত তোর লিপ্সা |
উন্মত্ত চিত্ত তোর হইলে ছারখার
ভুলিবি অহং তনু, অহং আকার |
এই বলি জীবিতেশ তৃণ নিল তুলে
মধুলোহী পাঠালো জিহীর্ষারে সমূলে ||

নিশিকালে শিলীমুখ চুপিচুপি এল
কামাতুর প্রেয়সীরে সম্পূর্ণ লোভিল |
পাপড়ি তাহার করি দিল সে উন্মুক্ত
লজ্জা ছিনিলো তাহার, করিল আরক্ত |
প্রভাতে যখন তস্কর ছাড়িল শয্যা
কলঙ্কিনী প্রণয়িনী বুঝিল যে বজ্জা ||

যদবিধি ছিল তরু অটুট যৌবন
প্রভু তার পাশে ছিল, ছিল তপবন |
আজ যখন হারায়েছে নিজ সম্ভম
প্রভুরে সে হারায়েছে, কাটিয়েছে ভ্রম |
মনেভাবে নিজ কি অনিষ্ট করিলাম
অনিত্যরে লোভিতে নিত্য হারিলাম ||

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Tamal_Ghosh13
১৫-০৪-২০২০ ০৯:৩৫ মিঃ

অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন

M2_mohi
১২-০৪-২০২০ ১৫:৩৩ মিঃ

অনন্য   লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।