অনিমন্ত্রিত বৈশাখ
- Tamal Ghosh - জীবনতৃষ্ণা ১৭-০৫-২০২৪

নব প্রভাতে, নব সুবাসে, জাগি দেখি, হে বৈশাখ তুমি, দ্বারপ্রান্তে মোর একি ! দমকা বাতাস হৃদয়ে দোলা লাগায়ে, মূঢ় গন্ধ ধরা যেন দিয়েছে ভরায়ে | আকাশপথে নীল মেঘমেলা ভাসিয়ে প্রকৃতি দেখি নিজেকে নিয়েছে রাঙিয়ে | কিন্তু, বৈশাখ তোমা, ভুলিতে চাই আজি মড়ক যে স্তব্ধতা আনিছে চিত্ত মাঝে | উড়ন্ত শকুন আভাস দেয় দুর্দিন কুহু কেকা রব যেন আজি সুরহীন | কচিকাঁচা সব ও নববস্ত্র বিহীন উৎসব বিনা জননী যেন শ্রীহীন | চারিদিকে শুধু অনাহার আর ক্ষুধা বৈশাখ তব আগমন গোলকধাঁধা ||

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Tamal_Ghosh13
১৫-০৪-২০২০ ০৯:২৯ মিঃ

ধন্যবাদ
নববর্ষ শুভ হোক
ভালো থাকবেন

M2_mohi
১৪-০৪-২০২০ ১৩:০৬ মিঃ

নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।