পঁচিশে মার্চ 1971
- মধুকবি ২০-০৫-২০২৪

পচিশে মার্চ 1971

বিভৎস সেই এক কাল রাত্রির স্মৃতি
প্রতিনিয়ত শুধু তারা করে বেড়ায়
হাজারো মানুষের মৃত‍্যুর আহাজারী
কান পাতলেই তা আজ ও শুনা যায়।
পচিশে মার্চের সে ভয়াল কাল রাত
পাকহানাদারদের বর্বতার রাত
অত‍্যাধুনিক অস্রে সজ্জিত ছিল হাত
বাঙ্গালী নিধনের বিভিষিকার রাত।
নিরস্র বাঙ্গালীর আর্তনাদে কম্পিত
রাজধানী ঢাকা অলিগলি রাজপথ
রক্তাক্ত বাঙ্গালী গড়ে তোলে প্রতিরোধ
নেয় তারা মুক্তিযুদ্ধের দৃপ্ত শপথ।


25/03/2020

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৫-০৪-২০২০ ২১:৫৩ মিঃ

সব কথা অতি সহজ সরল ভাবে উপস্থাপন ।