মা
- বেলাল হোসেন খাঁন ১৮-০৪-২০২৪

তিন শত দশ দিবা রজনী
উদরে ধরে ছিল কে,
পরম সহিষ্ণু মাতৃ জননী
আমায় জন্ম দিল যে।

চব্বিশ মাস করায় পান
নিজ বুকের দুগ্ধ,
ধৈর্য ধরে পাহাড় সমান
সবাই তাতে মুগ্ধ।

রাত্র কাটে বিনিদ্রা তাঁর
ভিজা বিছানায় শুয়ে,
বছরের পর বছর যার
বোজেনা চোখ দু'য়ে।

নাওয়া খাওয়া গোছগাছ
এক হাতেই সারে,
আমার জন্য নতুন সাজ
কে সাজাতে পারে!

পানের থেকে চুন খশতেই
ঝরায় চোখের বারি,
মাগো তোমার নির্ঘুম রাত
কেমনে ভুলতে পারি!

১২ নভেম্বর ২০১৯ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৫-০৪-২০২০ ২১:৫৩ মিঃ

নন্দিত ভাবে উপস্থাপন ।