সেবা দান
- উত্তম চক্রবর্তী ২০-০৫-২০২৪

ধূপ সে-তো নিজে পুড়ে
সুগন্ধ বিলায়,
পরার্থে অমন ব্রত কয় জনে পায়।
মহান সংযমে এক
খেলা চলে যার,
দগ্ধ হয়ে সুখ খুঁজে- এ জনম পার!

চিরায়ত সেবা দান
মানব কল্যাণে,
নির্ঘুম রজনী কাটে শয্যাশায়ী পানে।
মহামারি সংক্রমণ-
পরোয়া না করে,
নিরলস প্রচেষ্টায় কর্তব্যে যে লড়ে।

সেবা দিতে বলিদান
আপন জীবন,
চলে গেলে তুমি আজ ঐপার ভুবন!
তোমার তুলনা তুমি
হবে কী আরেক?
শ্রদ্ধা ভালোবাসা তোমা- হে মহা নায়েক!

তাং- ১৭/০৪/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৮-০৪-২০২০ ০০:০৬ মিঃ

যথার্থ বলেছেন। ভালো লাগলো ।

Dojieb
১৭-০৪-২০২০ ২১:২১ মিঃ

খুব সুন্দর লিখেছেন ভাই। শ্রদ্ধা এই যোদ্ধাদের প্রতি