এলোকেশী
- উত্তম চক্রবর্তী ২০-০৫-২০২৪

এক পড়ন্ত বিকেলে তুমি এসেছিলে!
দিগন্তে অর্যমা অস্তগামী,
লোহিত আভায় এক ঝলমলে শোভা
জোয়ারের জল মৃদু নৃত্যরত,
উড়ে যাওয়া হরেক পাখির কলতান
কর্ম ক্লান্ত চাষি বাড়িতে প্রত্যাবর্তন।

তোমার প্রকৃতি যেন আরো মোহনীয়!
স্ব হাস্য বদনে এক মায়াময় মোহ,
এলোকেশের আড়ালে লজ্জাশীল চোখ
নীরবতা আর গোধূলির খেলা অপরূপ...
এতদিন কর্ণগোচরই সার ছিল
প্রত্যক্ষ গোচরে আজ ষোলো কলা পূর্ণ!

ভাবনার অন্তরালে যেমনই আঁকা ছিলে
কাল্পনিক তন্ময়তা যেমনই সাড়া দেয়...
স্পর্শ- বিমূর্ত চেতনা দূরে ঠেলে দেয়!
বাস্তবতা আরো, আরো কাছে টানে-
ভালোবাসা আর প্রণয়ের সুরে...

তাং- ১৯/০৪/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৪-২০২০ ১৫:৪১ মিঃ

মনোহর লেখনী ।