কেন রে ঘুরিস অলীক অন্বেষণে
- Tamal Ghosh ১৭-০৫-২০২৪

কেন রে ঘুরিস অলীক অন্বেষণে (২)
জগৎ মাঝারে ধু ধু এই আঁধারে
হারাস কেন তুই শুধু ক্ষনে ক্ষনে
কেন রে ঘুরিস অলীক অন্বেষণে |

মায়ার এই সংসারে মায়াপতি হয়ে
বাঁচিস কেন বৃথা রে,
যারে ভাবিস আপন, সে নয়
তোর নিজ কেউ রে,
খেলা শেষে তা বুঝবি রে,
কেন রে ঘুরিস অলীক অন্বেষণে |

লালসাজালে লালায়িত হয়ে
কামাগ্নিতে করিস স্নান রে,
এই অগ্নি নিভিলে
যৌবনও ফুরাইলে
দেখবি গরল করেছিস পান রে,
কেন রে ঘুরিস অলীক অন্বেষণে |

উড়িলে প্রাণ পাখি, সবারে দিয়া ফাঁকি
দেখবি তোর সাথে কেউ আর
ওড়ে নাই রে,
একাকী ভবের শুধু
তুই ক্লান্ত পথিক রে,
কেন রে ঘুরিস অলীক অন্বেষণে |

(গান)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।