বাংলার রূপ
- মধুকবি ২০-০৫-২০২৪

আজও এই বাংলায় কাকভোরে
ঘুম ভাঙ্গে পাখির কলতানে,
আজও এখানে শস‍্য ভরা মাঠে
উচ্ছাস দেখি কৃষকের প্রাণে।
ফূলে ফুলে খেলা করে প্রজাপতি
আকাশে দল বেঁধে উড়ে পাখি,
ভোরের আলোয় আছে স্নিগ্ধ ছোঁয়া
সাঝ বেলার দৃশ‍্যে ভরে আখি।
নদীতে জোয়ার ভাটা আসে যায়
নেই আগের মত স্রোতধারা,
পাল তোলা নৌকা দেখিনা,শুনিনা
ভাটিয়ালী সে গান মায়াভরা।
মানুষের পদভারে প্রকম্পিত
গ্রাম গঞ্জ বন্দর ও নগরী,
চারিদিকে মানুষের কোলাহল
যান্ত্রিক সভ‍্যতার বাহাদুরী।
তবু প্রকৃতির দানে ভরা বাংলা
রূপ ও মাধুর্যে সবার সেরা,
ষড়ঋতুর বাংলার ছয় রূপে
হয় যে সবাই পাগলপারা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-০৪-২০২০ ১২:১৭ মিঃ

পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে বিমোহিত হলাম।