পরিযায়ী
- Tamal Ghosh ১৭-০৫-২০২৪

হে পান্না কোকিল, তুমি পরিযায়ী,
উড়তে নেইকো মানা
দূর হতে দূরে ঘুরে ঘুরে তোমার
নেই কি কোনো অজানা ?
যেখানে যাও সেই জায়গাকে
তুমি, ভরিয়ে তোলো গানে
প্রকৃতিও তোমার ছোঁয়ায় জানো,
নিজেকে রাঙায় রঙে |
স্বদেশ হতে বিদেশে ঘোর তুমি
শুধুই কি খাদ্যের অন্বেষণে ?
নিজ বাসা হতে দূরে থেকেও
কষ্ট নেই কি মনেপ্রাণে ?
তোমার বেদনা কি ভাবে বুঝবে
ঘরে থাকা সব পাখি
নিজের ক্লেশ নিজে বয়ে
কেন নিজেকে দাও ফাঁকি ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Tamal_Ghosh13
০৪-০৫-২০২০ ০৮:৫৬ মিঃ

অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি

M2_mohi
০১-০৫-২০২০ ১১:৪৩ মিঃ

  দারুণ লেখা। ভালো থাকুন।