নন্দিনী আসিলে
- মোঃনজরুল ইসলাম - তীর্থযাত্রা ১৭-০৫-২০২৪

বেলাভুমিতে বসিয়া আজ অশ্রুবিসর্জন করিবো কোন মোহেরি টানে
ব্যাকুলতা মনে কল্যাণী সুরে কেবা ডেকে যায় সুমিষ্ট সুরে সুরে।
নন্দিনী আসিলে ফুটিবে শতদল অলকানন্দার জলে
মনোবাসনা পূরণ করিবো উচাটন লহরীর তানে।
নন্দিনী আসিলে বিহঙ্গ হবো অম্বর সীমাহীন
অগাধ জলে অন্বেষণ করিবো সুখের স্বপ্ননীল।
নন্দিনী আসিলে ভুলিবো বিচ্ছেদ দহন জালা
কুন্ঞ্চিত নচিবে চাইবো তারে সকাল সন্ধ্যাবেলা।
নন্দিনী আসিলে জয় করিবো এভারেস্ট পর্বতমালা
সহস্র বছর পার করিবো চুকিয়ে পৃথিবীর পাঠ্যশালা।

৪ মে,২০২০খ্রি:

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৫-২০২০ ০৪:২১ মিঃ

পরিপাটি লেখা ।