তিস্তার বালুচর
- শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক ১৫-০৫-২০২৪

তিস্তার বালুচর কত ভালোবাসি
রবির কিরণে দেয় চিকচিক হাসি
যেন স্বর্ণখনি ।
শুভ্র শুভ্র কাশ দোল খায়
পরশে পরশে মন জুড়ায়
যেন মুক্তা-মণি ।
এই শুঁকনো বুক ফেড়ে
দেখ , কেমনে ওঠে তেড়ে
চিনা বাদামচারা !
শীতের দিনে অবাক লাগে
কীভাবে শ্যামল শস্য জাগে
পলকে দিশেহারা !
ভাবি তাই বালু নাই
ধুত ছাই ভুলে যাই
এ কী স্বপ্ন ?
কে যেন বলে পিছে
এক চুল নয় মিছে
এ যে রত্ন ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।