যদি পার, যদি না পার
- মুহাম্মাদ সাইদুল ই. রণি ১৭-০৫-২০২৪

যদি পার মনে রেখ
নাই বা কাছে টানো
যদি পার ভালবেসো
মনের অগচরে কথা বল
যদি না পার ফিরিয়ে দিও।

যদি পার তাকিয়েও
কাছে না ডাকিও
যদি পার হাসি দিও
মুখ না ফিরিও।

যদি পার ভুলে যেও
যদি পার সুখে থেকো
যদি পার ক্ষমা কর
না পারলে অভিষাপ দিও।

যদি না পার তবে ভালবেসো।

১০/০৫/২০২০
রামপুরা, ঢাকা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।