আমি মানুষ নই !
- মুহাম্মাদ সাইদুল ই. রণি ১৭-০৫-২০২৪

এতো মানুষ মরছে পাশে
এতো রক্ত চারপাশে।
হয় কুপিয়ে, নয় পিটিয়ে
মারছে মানুষ হাত-পা বেঁধে।
মানবতা আজ ছিটকে গেছে
পশুর মত হচ্ছে স্বভাব।

মারছে মানুষ পশুর মত
মারছে শিশু মারছে বুড়ো
বাদ দিচ্ছে না আজ কোনো কিছু।
বাবা মাকেও দিচ্ছে না ছাড়
নির্মমতাও মানছে হার।

শুনছি আমি দেখছি সবই
কেমন করে হচ্ছে মানুষ?
পশুর মত বলি।
মারছে যারা তারা যদি মানুষ হয়
তাহলে আমি মানুষ নই,
অমানুষের দলে ।

রামপুরা
১৫/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৩-০৫-২০২০ ০৫:৪০ মিঃ

তাহলে আমি মানুষ নই,
অমানুষের দলে ।