সময়ের গতিপ্রকৃতি
- Bayazid Hossain ১৭-০৫-২০২৪

খুব স্বাভাবিক ভাবেই মানুষের জীবনে মানুষের আর্বতন ঘটে,
কেউ হয়ত ক্ষনিকের জন্য থাকে
আর কেউ হয়ত থাকে দীর্ঘক্ষন।
এই সময়টুকুতে কেউ কেউ সুন্দর কিছু ছাপ রেখে যায়,
যা মনে করে বিমোহিত হওয়া যায়।

আবার কারো কারো জন্য কখনো কখনো
কিছু অসুন্দর ছাপ পড়ে যায়,
যা বিষন্নতা আর ক্লান্তি থেকে পথ পরিবর্তন করে দেয়।
মানুষ হয়ত দুইটারই প্রয়োজন অনুভব করে,
না করলেও এ অনিবার্য
কারণ, পৃথিবীতে যা ঘটে তার সবই প্রয়োজন সাপেক্ষে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৬-০৫-২০২০ ২০:২০ মিঃ

অত্যন্ত মুগ্ধকর