।। বিয়ের আগে, পরে ।।
- মুহাম্মাদ সাইদুল ই. রণি ১৭-০৫-২০২৪

‘ না থাকুক তোমার অগাধ প্রাচুর্য,
আমার কিছু আসে যায় না তাতে;
এক বুক ভালবাসা দিও ---
রেখো তোমার পাশে।

সারা জীবন রেখো বুকে
অন্য কিছু চাইবো না আর তাতে
চাইবো না আর ফ্লাট-বাড়ী
চাইবো না দামী গয়না – শাড়ি । ’

এমন কথা সবাই বলে
বিয়ের আগে প্রেমিকা সাজে
বিয়ের পর সব ভুলে যায়
হয়ে যায় সে কমন গিন্নি।

এমন কথায় ভুলবো না আর
আবেগে তে চলবে না আর
বিয়ের আগে মন পিয়াসী
বিয়ের পর চুন্নি ;
এমন কথা কি গ্যারান্টি?

বিয়ের আগে ভাবতে পার
নেই গো আমার অগাধ অর্থ
বিয়ের পরে পারবো না সাজাতে
দিয়ে দামী গয়ন্যায় ।

বিয়ের আগে দেখে নিও
কিরূপ আমার বংশের ?
বিয়ের পরে আর তুলো না
দিও না গো মনে কষ্ট।

মা টা আমার মরে গেছে
করে আমায় এতিম
একমাত্র বাপটাই আছে এখন
পারবো না তাকে রাখতে নিচে
কাঁধটা আমার ফাঁকা আছে।

বিয়ের আগে দেখে নিও
বিয়ের পরে করো না অবহেলা
আমার বাবা আমাকে দেয় নি
শিশু কালে কোনো চাইল্ড কেয়ারে
আমিও পারবো না দিতে
তাকে কোনো বৃদ্ধাশ্রমে।

ভাল যদি বাস তবে
দেখে নিও আগে – পরে
মনের ভিতরে রেখ না কোনো রেষ
তবেই বিয়ের পরে থাকিবে বেশ।

রামপুরা, ঢাকা
১৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।