রজনী
- আলমগীর হোসেন ১৭-০৫-২০২৪

রোজ গভীর রাত্রিরে, পথের অভ্যন্তরে লুকিয়ে থাকা পথ ধরে আমি হেটে চলেছি- বিগত কালের রেখা বরাবর- এক মস্ত পাহাড় ভেদ করে উপত্যকায়। জোছনা অম্লান এই ধূসর রাত্রি, নীরবতা ভাঙ্গে হোচটের পর হোচট খেতে খেতে। অপলক দৃষ্টি- ম্রিয়মান চাঁদের গভীর খনন করে- তোমাকে ছুঁতে চায়।অথচ এই দৈনন্দিন জীবনের ধারাপাতে অমোঘ বিন্যাসে তুমি রাঙ্গাও কোন নতুন স্বপ্নকে। কোন এক ক্লান্ত পথিকের স্বস্তির তিয়াস তুমি- হয়তো পাহাড়ের মতো চেপে রাখো লাভার অসূরের যৌবন। কতকটা ক্ষত-বিক্ষত হও, কতকটা পরিতৃপ্ত হও নিজের অজ্ঞাতে। কেবল একটি অযাচিত আত্মা প্রবল তৃষ্ণা নিয়ে পাড়ি দিচ্ছে মাইলের পর মাইল,
শূন্য থেকে মহাশূন্যে !
কি হতো-
যদি রথ হতে ? কিংবা আকাশের ভেতরের আকাশ?
অথবা অনন্ত কাল জুড়ে ছুটে চলা তারার আকাশ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৮-০৫-২০২০ ০৪:৩৪ মিঃ

পরিপক্ব লেখা ।