আবার হয়ত আসবে ফিরে
- দেলোয়ার হোসাইন ১৯-০৪-২০২৪

হয়ত আবিস্কার হবে ভ্যাকসিন
বসুন্ধরা ফিরবে আপন ধারায়,
আহ্লাদ ছড়িয়ে পড়বে অলি গলিতে
গাঁও গ্রামে পাড়ায় পাড়ায়। 

আবার চালু হবে মেল কারখানা
দূষিত হবে ধরনী,
হয়ত শুনব ধর্ষণের পরে হত্যা
কলেজ পড়ুয়া তরণী।

রক্ত ঝরবে আবার রাস্তায়
দাড়িয়ে দেখবে অসহায় পিতা,
আদালতের প্রাঙ্গনে ছুটবেন তিনি
শুনবেন খুনি সরকারী দলের মিতা।

আবার শুনব টকশোতে চলছে
মিথ্যাচারের বুলি,
সত্য বললে ধরবে মাথায়
সরকারি দলে গুলি।

ইসলামের কথা শুনলে আবার
চুলকানি শুরু হবে হলুদ মিডিয়ার,
বিএসএফের হাতে খুন হবে আমার ভাই
চুপ করে দেখবে বিডিআর।

ভারতের দালালি করবে আবার
কিছু অসাধু নেতা,
আমার দেশটা দখল করলেও
তাদের মনে আসবেনা ব্যথা।

আবার শুনব পরীক্ষার প্রশ্ন
আউট হয়েছে গত রাতে,
জ্ঞান শুন্য জাতিতে পরিনত
কি আসে যায় তাতে।

ব্যাংক ডাকাতির কথা শুনবনা হয়ত
ব্যাংকের ভিতরে ডাকাতের বাস,
লক্ষ কোটি টাকা গায়েব করে
করবে সোনার বাংলার সর্বনাশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-০৫-২০২০ ০৫:২১ মিঃ

Best wishes