নিস্তব্ধতা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য ২০-০৪-২০২৪

নিস্তব্ধতা
আমিনুর রহমান
১০.৬.২০২০

নিস্তব্ধতা সময়-অসময় নিত্য খায় ঘুরপাক
যন্ত্রণার স্রোতে দগ্ধ হয় প্রতিটা কর্মবিপাক
গভীর দু:খবোধ ও বেদনা জ্বালাক-পোড়াক
নিস্তব্ধতার ফ্রেমে আমি এক দুরন্ত দাঁড়কাক।

কিছু অপ্রাপ্তি স্মৃতি হয়ে চিরকাল কাঁদাক
কিছু আকাশছোঁয়া স্বপ্ন বারেবারে জ্বালাক
নিস্তব্ধতা ফিরে আসুক;আবার জড়িয়ে থাক
নিস্তব্ধতার ফ্রেমে আমি এক দুরন্ত দাঁড়কাক।


ইচ্ছে হলে জোয়ারে সমুদ্র জল বন্যা ছাপাক
আমার শহর বৃষ্টি শেষে হয় বিষম পরিপাক
কিছু সময় রাতের হুতোমপেঁচা কেঁদে দাপাক
নিস্তব্ধতার ফ্রেমে আমি এক দুরন্ত দাঁড়কাক।

মাঝে মাঝে কিছু দৃশ্যপট দেখে হয় অবাক
দুমড়ে-মুচড়ে কিছু কষ্ট ব্যথাতে কাতরাক
প্রেয়সীর গোলাপী ওষ্ঠ কিছু সময় কুঁচকাক
নিস্তব্ধতার ফ্রেমে আমি এক দুরন্ত দাঁড়কাক।

বাহুবন্ধনে জড়ানো প্রেম সৌরভে আঁকড়াক
কিছু কিছু কথা স্বপ্নের ঘোর মাঝে আওড়াক
কেউ কেউ চিতার আগুনে পোড়া বুক চাপড়াক
নিস্তব্ধতার ফ্রেমে আমি এক দুরন্ত দাঁড়কাক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।