একা
- চিন্ময় বসু ১৮-০৫-২০২৪

একা

ঠিক এইখানটায় এই বাঁকের কাছে এক রাতে
গত বছর জুনে আমি মরতে বসেছিলাম I

গাড়ীটা কেঁপে উঠেছিলো পাশের ভেজা অ্যাসফ্যাল্ট রাস্তায় পিছলে এই দিকটায় বিপদজ্জনক ভাবে, অপর দিকের ধেয়ে আসা ট্র্যাফিকের গর্জন আর আলোর চোখ ধাঁধানিI
আমি, আমার নাম, আমার চাকরী ও প্রেমিকা হঠাত্ হাত ফস্কে পেছনে ছোটো হতে হতে বিলীয়মান হচ্ছিল দূরে, বহু দূরে I আমি কেউ না ; আমার ছেলেবেলা, খেলার মাঠ আর সবাই ঘিরে ফেলেছে আমাকে ক্ষিপ্রতায় I
ছুটে আসা গাড়ীর হেডলাইট আমার ওপর ঝাঁপিয়ে পড়তেই আমি তীব্র কসরতে চাকাটা ঘুরিয়েছি যেই
ভয়াবহতার ক্ষণে ডিমের সাদার মত পিচ্ছিল শূন্যতায়
মুহূর্তটা বেড়ে বেড়ে আমার জন্য হাসপাতলের প্রশস্ত অবসর বানাল I
যেন মনে হলো ধাক্কার আগে আছে প্রচুর সময়
বিশ্রামের, শ্বাস নেয়ার I
ঠিক সেই সময়টাতে কিছু একটা, বালির দানার মত সূক্ষ্ম, অল্প ঝটিকার মত হাওয়ায়
গাড়ীটা সরে গেলো ঝট করে নিজ রাস্তায়
রাস্তা টপকে একটা পোস্টে গিয়ে সোজা ঝন্ করে রুখে গেলো সশব্দে অন্ধকারে তীক্ষ্ণ ঘুরে I
তারপর সব স্থির I আমি সীট বেল্টের পিছনে বসা, কেউ একজন অন্ধকার ঝিরঝির বৃষ্টির মধ্যে
এগিয়ে এলো দেখতে,
কি রয়েছে বাকি I
আমি একাকী I
©chinmoybose

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।