প্রকৃতির রুপ
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ১৭-০৫-২০২৪

প্রকৃতির রূপ
মোঃ রায়হান কাজী
=================
আমি ঘুরতে ভালোবাসা,
ভালোবাসি এদেশের অপরূপ প্রকৃতিকে।

আমি গিয়েছি অনেক জায়গায়,
উপভোগ করেছি সময়টাকে।
দেখেছি প্রকৃতির অদেখা দৃশ্যকে।

আমি পাহাড়ের চুড়ায় উঠেছি,
চুড়ায় দাঁড়িয়ে প্রকৃতিকে ছুঁতে চেয়েছি।
প্রকৃতির স্বাদ আশান্বিত করতে চেয়েছি।

আমি প্রকৃতির রূপের মাঝে
সারাক্ষণ ডুবে থাকতে চেয়েছি।
চেয়েছি রূপ,রস,গন্ধ সারা অঙে মাখতে।

আমি সমুদ্রের জলে স্নান করেছি।
স্নান করে পুলকিত হয়েছি।

স্বাদ নিয়েছি তিক্ততার।
স্বাদ নিয়েছি বিশালতার।

আমি সারা অঙে প্রকৃতির রূপ দিয়ে মাখতে ছেয়েছি।
মাখতে ছেয়েছি ধুলাবালিতে।

আমি দেখেছি প্রবাহিত নদীকে,
যেখানে জলজ প্রানীরা সাঁতরে বেড়ায়।
সৃষ্টি করে অদেখা মুগ্ধতার।

জেলেদের মাছ ধরতে দেখেছি,
দেখেছি রূপালি ইলিশের জলক।

তিনটি নদী একসাথে মিলার প্রান্তে গিয়েছে।
দেখেছি নদীর সৌন্দর্যকে।

সাঁতরে বেড়িয়েছি নদীতে,
ডুব দিয়ে দেখেছি তলদেশের সৌন্দর্যকে।

ঘুরে বেড়িয়েছি গভীর অরণ্যতে,
যেখানে মুগ্ধ হয়েছি পক্ষিকূলের শব্দ শুনে।

আমি দেখেছি প্রকৃতির রূপকে,
আমি হারিয়ে যেতে চাই প্রকৃতিরি মাঝে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।