তোমাকে পাওয়ার পর••
- মোঃ কামরুজ্জামান - প্রায়শ্চিত্তের দহন ১৭-০৫-২০২৪

তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোন স্বাধ নেই,আহ্লাদ নেই তোমাকে দেখার পর পৃথিবীতে আর কোন চোখ নেই ,আলো নেই চোরাবালির নিকষ অন্ধকারের হাতছানি নেই । তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোন তারাশূন্য পকেট নেই অর্থ নেই,আকরিক দ্রব্য নেই ! মতিভ্রম কোন কষ্ট নেই অনাবিস্কৃত । তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোন অপার্থিব চাওয়া নেই স্তনান্তের নীল কামনা জাগা রাত নেই, ইরোটিক প্রেমের উত্তেজনা নেই যত্রতত্র —-॥ তোমাকে পাওেযার পর পৃথিবীতে আর কোন যন্ত্রনা নেই অকারণে প্রতিশ্রুতি ভঙ্গের বিষাদ নেই! কপাটে লেপ্টে থাকা, না পাওয়া জুড়ে হৃদয় ফুঁড়া আর্তনাদে অতৃপ্ত গোঙানির শব্দ নেই ॥ তুমি —-আমার এমন এক পাথরে পিত্ত অন্তর দেয়ালে চির অম্লাণ নিসর্গচিত্র ——॥ ১৪/০৩/২০২২ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।