যদি তুমি
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

যদি আকাশ হও পাখি হয়ে
ডানা মেলে দেবো তোমার নিলিমায়।
যদি চাঁদ হও জোনাকি হয়ে
ভেসে বেড়াবো তোমার জোৎস্নায়।

যদি দিবস হও তোমার আকাশে
হবো আমি দিনমনি
যদি রজনী হও আঁধারে তোমার
সাথী হবো সজনী।

যদি সাগর হও ডুবুরি হবো
হৃদয়ের গহীনে।
যদি পাহাড় হও সবুজ হবো
তোমার তনুমনে।

যদি ফাগুন হও আগুন জ্বালাবো
হয়ে কৃষ্ণচূড়া
যদি ঝর্ণা হও তোমার মননে
হবো ঝর্ণাধারা।

যদি আঁখি হও তুমি আমি হবো ঐ
দুটি নয়নের তারা
যদি মেঘ হও তোমার আকাশে
হবো বৃষ্টির ধারা।

যদি কবি হও আমি কবিতা হবো
তোমার হৃদয় জুড়ে।
যদি বাঁশি হও আমি রাখাল হয়ে
মাতাবো তোমায় সুরে।

যদি বসন্ত হও অলি হবো আমি
তোমার কুসুম কাননে
যদি শ্রাবণ হও শ্রাবণ ধারা
হয়ে যাব ভুবনে।

যদি হিমালয় হও হিমাংশু হবো
তোমার আকাশটায়
যদি নদী হও আমি জলস্রোত হয়ে
মিশে যাব মোহনায়।
*****


রচনা কাল: ২৬ অক্টোবর ২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।