ভালোবাসার রঙ
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

ও মন মনরে
তুই যে আমার কত আপন জন
জানে সারা বাংলাদেশের
পলাশ শিমুল বন।
তুই যে আমার কত আপন জন
দেখি তোরে কৃষ্ণচূড়ার ডালে
রমণীর খোঁপাতে দেখি
আড়ালে আবডালে।
গোলাপ জবা হিজলের বনে
বৈশাখী মেলাতে তোরে
দেখি আনমনে।
তোরে ছাড়া বাঁচে না তো
আমার এই জীবন
তুই যে আমার কত আপন জন
ও মন মনরে
তুই যে আমার কত আপন জন


ঝিলে বিলে শাপলা সারি সারি
মালতি মাধবী লতায়
ভুলিতে কি পারি।
বাগান বিলাস চাম্পা ও করবি
ভালোবাসায় বাইন্ধা রাখি
এই বুকে তোর ছবি।
যেই দিন আমায় ছাইড়া যাবি
আসবে রে মরণ
তুই যে আমার কত আপন জন
ও মন মনরে।
তুই যে আমার কত আপন জন
*****


রচনাকাল: ২ মার্চ ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।