ক্ষমা কর
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

আমার প্রভু নিরঞ্জন
কেমনে পাইবো বলো
আমি তোমার মন।
দ্বীন ভিখারি দুয়ারেতে
ডাকি বসে দিনে রাতে
শুনো কি কান্দন?
আমার প্রভু নিরঞ্জন
কেমনে পাইবো বলো
আমি তোমার মন।


সারা জীবন গেল চলে
করছি অবহেলা
পশ্চিমেতে চাইয়া দেখি
গেল বুঝি বেলা।
রঙ্গ রসে ছিলাম মজে
তোমায় ডাকি নাই
বেলা শেষে খুঁজে মরি
বলো কোথায় পাই?
না জানি হইয়াছে কত
পাপের ওজন।
আমার প্রভু নিরঞ্জন
কেমনে পাইবো বলো
আমি তোমার মন।


জানা আর অজানা যত
গুনাহ আমার জমা
গাফুরুর রাহিম গো তুমি
দাওনা করে ক্ষমা।
তুমি ছাড়া করবে ক্ষমা
এমন সাধ্য কার?
সকল শক্তি গো দয়াময়
শুধুই যে তোমার।
আমি পাপী অপরাধী
চাই তোমার দর্শন।
আমার প্রভু নিরঞ্জন
কেমনে পাইবো বলো
আমি তোমার মন।
*****


রচনা কাল: ৪ আগষ্ট ২০২২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।