টর্নেডো ব্রাহ্মণবাড়িয়া
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

বাংলা ১৪১৯ সালের
চৈত্র মাসের আটে
খোদার কেমন নিষ্ঠুর খেলা
আমাদের মাঠ ঘাটে।


সন্ধ্যা নামার একটু আগে
বজ্র নিনাদ ডাক
শুনলনাতো শত দোহাই আর
গগণ বিদারী হাক।


আসমান সম হাতির সূর
প্রবল বেগে এসে
উজার করে নিল সবই
এমন সর্বনেশে।


যেই তান্ডব ঘইটা গেল
সূর্য্য ডুবার আগে
এমন বিপদ তিন পুরুষের
কেও দেখেনি আগে।


তুফান এমন আইল ভিষণ
ভাইঙা নিল রেল ইস্টিশন
জেলখানা আর শতায়ূ গাছ
কোন কিছুই রইলনা বাছ
তুলার মত উড়াই নিল
পাইল যারে বাগে।
এমন বিপদ তিন পুরুষের
কেও দেখেনি আগে।


আইল এ কোন বাউ
আগুন রঙের ঘূর্ণি এসে
উড়াইল সব ঘর বাড়ি আর
বড় আদরের ছাও।


উড়ছে মানুষ উড়ছে গাড়ি
উড়ছে কেমন পাকা বাড়ি
এক পলকে বিরাণ হল
গোটা বিশেক গাঁও।


লাউয়ের মাঁচা খেতের ফসল
হাঁস মুরগি গরু ছাগল
চেয়ার টেবিল ধানের গোলা
সাধের বিছনা পাটি।


এমন জোড়ে বাতাস আইল
ডোবার পানিও উধাও হইল
পাখির মত উড়াই নিল
ঘরের থালা বাটি।


খোদা মোরা ছোট্ট অতি
তুমি ছাড়া নাইকো গতি
এমন আঘাত সইতে পারি
ক্ষেমতা মোদের নাই।


পূণ্য মোদের কিইবা আছে
সাহায্য চাই তোমারই কাছে
শক্তি সাহশ সামর্থ্য দাও
অসহায় এ বান্দায়।


রচনা কালঃ ২৯ এপ্রিল ২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।