শাবাশ বাংলাদেশ
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

শাবাশ বাংলাদেশ
আমার বাংলাদেশ।
বিশ্বকে ফের দেখিয়ে দিলো
ক্রিকেট বাংলাদেশ।


স্বাধীনতার মাসে মনে
জাগলো ভিষণ তেজ,
এমন তেজে মহারথির
মিশন হলো শেষ।


লালসবুজের নিশাণ দেখো
উড়ছে কেমন বেশ।
বিশ্ব অবাক তাকিয়ে থাকে
আবার বাংলাদেশ।


ভিনদেশেতে লড়ছে দারুন
এগারো জন বীর,
তাদের পাশে সজাগ মোদের
ষোল কোটি শির।


বাঘের গর্জনে শোন
জয় বাংলার জয়।
রুই কাতলা কাঁপছে ভয়ে
কে জানে কি হয়!


আগে বারো আরো আগে
চাওয়ার নাইতো শেষ।
আমার বাংলাদেশ
শাবাশ বাংলাদেশ।


রচনা কালঃ ১০ মার্চ ২০১৫ রথ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।