ভালোবাসা মানে
- ইয়াসিন হাওলাদার ১৪-০৫-২০২৪

ভালোবাসা মানে জ্বলতে থাকা,
ভালোবাসা মানে স্ফুলিঙ্গ,
ভালোবাসা মানে ক্ষত,
ভালোবাসা মানে ব্যথা পাওয়া,
ভালোবাসা মানে ব্যথা টের না পাওয়া।

ভালোবাসা মানে বিশ্বাস...!!!
ভালোবাসা মানে সৌভাগ্য,
ভালোবাসা মানে দুঃখ,
ভালোবাসা মানে দুঃখ পাওয়া।
ভালোবাসা মানে যন্ত্রণা,
ভালোবাসা মানে যন্ত্রণায় বিদ্ধ না হওয়া,
ভালোবাসা মানে পাগল হয়ে যাওয়া।

ভালোবাসা মানে সবসময়ের চাওয়া,
ভালোবাসা মানে কষ্ট জমানো,
ভালোবাসা মানে ভিড়ের মাঝে হাঁটা,
ভালোবাসা মানে সুখ,
ভালোবাসা মানে সুখ-স্বস্তি থেকে দুরে যাওয়া,
ভালোবাসা মানে হেরে গিয়েও জিততে থাকা।

ভালোবাসা মানে ইচ্ছের যে দাসত্ব,
ভালোবাসা মানে খুনি-
ভালোবাসা মানে প্রতিটি সময়কে খুন করা,
ভালোবাসা মানে অপেক্ষায় থাকা।
ভালোবাসা মানে রক্তাক্ত হওয়া,
ভালোবাসা মানে ক্ষত বিক্ষত হওয়া,
ভালোবাসা মানে হেরে যাবো যেনেও বার বার ফেরা।
ভালোবাসা মানে প্রহর গোনা।
ভালোবাসা মানে প্রশ্রয় দেওয়া,
ভালোবাসা মানে আশ্রয় খুঁজা,
ভালোবাসা মানে প্রশ্রয়ে প্রশ্রয়ে বেঁচে থাকা।

ভালোবাসা মানে বহু যুগ পাশে থাকা,
ভালোবাসা মানে ছেড়ে না যাওয়া,
ভালোবাসা মানে বাঁচিয়ে রাখা।
ভালোবাসা মানে বহু ত্যাগ তিতিক্ষার মাঝেও স্বরণে রাখা,
ভালোবাসা মানে বাহনা সৃষ্টি,
ভালোবাসা মানে কিছুটা খুন-ছুটি..
ভালোবাসা মানে একাকীত্বের বেদনা, সুখ,
ভালোবাসা মানে সপ্নকে লালিত করা,
ভালোবাসা মানে প্রত্যাশা
ভালোবাসা মানে প্রত্যাশায় পরিপূ্র্ণ ঘেরা,
ভালোবাসা মানে বিভোর হওয়া।

ভালোবাসা মানে মেনে চলা,
ভালোবাসা মানে সম্মান,
ভালোবাসা মানে নিরাপত্তা,
ভালোবাসা মানে গোপনীয়তা,
ভালোবাসা মানে পরিশ্রম,
ভালোবাসা মানে অস্ফুট,
ভালোবাসা মানে সাম্য না খোঁজা,
ভালোবাসা অর্ঘ দেওয়া,
ভালোবাসা মানে অধির থাকা,
ভালোবাসা মানে হেলায় না রাখা,
ভালোবাসা মানে অমোঘ হওয়া,
ভালোবাসা মানে নিলক্ষা থেকে দুরে না যাওয়া।

ভালোবাসা মানে এগিয়ে চলা,
ভালোবাসা মানে অগ্রীম চাওয়া,
ভালোবাসা বুঝে নেওয়া,
ভালোবাসা মানে পুরিয়ে না যাওয়া,
ভালোবাসা মানে আকুলতা,
ভালোবাসা মানে মাতৃত্ব...!!!

ভালোবাসা মানে সপ্ন বুনে পুষে রাখা।
ভালোবাসা মানে সংরক্ষণ,
ভালোবাসা মানে উপস্থিতি খোঁজা,
ভালোবাসা মানে ক্ষতি না করা,
ভালোবাসা মানে বাজে চিন্তা না আসা,
ভালোবাসা মানে উপকার করা,
ভালোবাসা মানে বিনিময় আশা না করা,
ভালোবাসা মানে সংকেত।
ভালোবাসা মানে নির্ভরতা,
ভালোবাসা মানে আত্নশক্তি।

ভালোবাসা মানে তৃষ্ণা,
ভালোবাসা মানে তৃষ্ণায় ধুঁকছে মরা, বুক ফাঁটা,
ভালোবাসা মানে দেখার আগ্রহ,
ভালোবাসা মানে ভুলে যাওয়া,
ভালোবাসা মানে হাস ফাঁস লাগা,
ভালোবাসা মানে অবাক দৃষ্টি,
ভালোবাসা মানে অপ্রস্তুত থাকা,
ভালোবাসা মানে পিছুটান,
ভালোবাসা মানে ছটফট করা,
ভালোবাসা মানে জীবন দেওয়া,
ভালোবাসা মানে খুঁজে বের করা,
ভালোবাসা মানে অহেতুক মাথা খাওয়া,
ভালোবাসা মানে দাঁড়ি-কমা বিহীন।

ভালোবাসা মানে হা-হুতাশ,
ভালোবাসা মানে ঘুম ভাঙা,
ভালোবাসা মানে সৌন্দর্যের বিচিত্রতা,
ভালোবাসা মানে আলিঙ্গন,
ভালোবাসা মানে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা,
ভালোবাসা মানে মুখের হাসি,
ভালোবাসা মানে কেঁদে দেওয়া,
ভালোবাসা মানে হারিয়ে ফেলা,
ভালোবাসা মানে ভয় করা,
ভালোবাসা মানে মোহ,
ভালোবাসা মানে দুঃখের মাঝেও সুখী হওয়া।

ভালোবাসা মানে অপ্রকাশিত,
ভালোবাসা মানে অপ্রাপ্তি,
ভালোবাসা মানে অজুহাত,
ভালোবাসা মানে অধিকার,
ভালোবাসা মানে অপূর্ণতা,
ভালোবাসা মানে অল্পতেই তুষ্টি,
ভালোবাসা মানে অনুকরণ করা,
ভালোবাসা মানে অনুমান করা,

ভালোবাসা মানে দিশেহারা অবস্থা,
ভালোবাসা মানে মগজে ঢুকে পড়া,
ভালোবাসা মানে বিস্তার,
ভালোবাসা মানে বিষ্ময়,
ভালোবাসা মানে অগ্রাধিকার,
ভালোবাসা মানে মতামত গ্রহণ করা,
ভালোবাসা মানে আপন করে নেওয়া,
ভালোবাসা মানে আত্মা অমরত্ব,
ভালোবাসা মানে হাড্ডা,
ভালোবাসা মানে হঠাৎ মনে পড়া,
ভালোবাসা মানে মিত্রতা,
ভালোবাসা রাগ ভাঙ্গানো,
ভালোবাসা মানে আলাপচারিতা,
ভালোবাসা মানে দন্ধ ভাঙা।
ভালোবাসা মানে ছোট্ট শহর জুড়ে বসবাস।

ভালোবাসা এমনই একটা বিষয় যা শব্দ, বাক্যে কিংবা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু এতটুকু বলা যায়, ‘ভালোবাসা’ অদ্ভুত একটা শব্দ, অথচ কী মায়া।
- ইয়াসিন হাওলাদার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।