বিজয়ী লহু
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

শহীদের লাল লহুতে রাঙালো আমার মাতৃভুমি অবুঝের দল বুঝেনা শহীদ যাচ্ছে খোদারে চুমি। শহীদের দল রাঙ্গা আবিরে মাখামাখি করে গায় জান্নাত হতে ডাকে ঘন ঘন শহীদেরে আয় আয়। ধর্মের নামে জুলুম অবিচার করছো যাহারা ভাই কুরআন খুলে দেখো এমন নজির কোথাও নাই। যতই করিবে কলেমা প্রেমির জীবন নিয়ে খেলা খোদার রোপিত বৃক্ষ কভু যাবেনা উপড়ে ফেলা। তোমাদের শত আঘাতে মোদের বাড়াবে মনোবল চেয়ে দেখো ঐ আসছে বিজয়ী মাহ্দীর সেনাদল। থামিবে না কভু মাহ্দীর সেনা যতই করো অশান্তি পৃথিবীর প্রতি কোণে কোণে দ্বীন পৌঁছে হব শান্তি। আমাদের নেতা নবী মুহাম্মদ(স) এই ব্রত অন্তরে দ্বীন ইসলামের শান্তির সুধা নিয়ে যাব ঘরে ঘরে। দ্বীনের তরে ঢেলে দেওয়া লহু পারেনা বৃথা যেতে স্বয়ং খোদা এর প্রতিদান কে পারে তারে রুখতে। বিজয় মোদের হবেই হবে এ যে মাহ্দীর ফরমান ভয় করিনা কিছুতেই মোরা যায় যাবে যাক প্রাণ। দীক্ষা মোদের ধন প্রাণ মান সকলই দ্বীনের তরে পরোয়া করিনা যা কিছু চাও বিলাতে অকাতরে। ভাবছো তোমরা এভাবেই বুঝি দ্বীনের হবে শেষ জানো না তোমরা এ লহুর ঋণ হবে না নিঃশেষ। ধ্বংস হবেনা এজাতি যার শিরোভাগে মুহাম্মদ(স) শেষ ভাগে আছে ইমাম মাহদী ও তাঁর খেলাফত। ***** রচনা কাল: ৮ মার্চ ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।