অচেনা এক তুমি
- কাল্পনিক অমিত (নীল) ২০-০৫-২০২৪

আকাশ কাঁদছে আজ-
বইছে বাতাশ এলোমেলো,
আমি আছি একাকী মনে রাস্তার এপারে-
তুমি আছো চিন্তিত মনে রাস্তার ওপারে।
ঝিরি ঝিরি বৃষ্টি ধূসর দৃষ্টি-
লুকিয়ে লুকিয়ে দেখছি তোমায় গোপনে।
হঠাৎ চোখে চোখ পড়তেই-
ঘুরে দাড়ালে তুমি।
অজানা অপরাধ বোধ জেগে উঠল আমার মনে-
আমি একাকী মনে ফিরে চাইলাম আকাশ পানে।
হঠাৎ ফিরে চেয়ে দেখি তুমি নেই-
কোথায় গেলে হাওয়ায় মিলিয়ে?
আমি চাইলাম চাইতেই থাকলাম দু-নয়নে,
আবার তুমি ফিরে এলে-
চোখে চোখ পড়ল আবার,
অন্য মনে দিক ফিরিয়ে চাইলাম আমি।
তোমাকে দেখার যাতনা সইতে না পেরে,
বারে বারে গোপনে ফিরে চাইলাম আমি।
না আর পেলাম না তোমায় দু-চোখের সীমানায়,
হঠাৎ হারিয়ে গেলে তুমি-
যেমনটি করে এসেছিলে তুমি।
আমি বৃষ্টিতে ধূসর দৃষ্টিতে হারিয়ে ফেলেছি তোমায়,
ক্ষনিকের এই দেখায় মনে হল কত চেনা তুমি আমার।


উৎসর্গ ; গতকাল ঝুম বৃষ্টির মাঝে রাস্তার ওপারে দাড়িয়ে থাকা অচেনা মেয়েটিকে।


10/15/13

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।