বিরহ সান্ত্বনা
- সীমান্ত শিপন ২০-০৫-২০২৪

সুন্দর তুমি, অপরূপ তুমি, অনন্য অসাধারণ
আবেগ উচ্ছ্বাস আর অনাবিল প্রাণ-চাঞ্চল্যে ভরা তোমার মন।
স্রোতস্বিনী নদীর মত বহমান তোমার হৃদয়
কত শত পথ পাড়ি দিয়ে ভিড়েছে যে আপন আলয়।
হৃদয় উজাড় করে সবটুকু ভালবাসা দিয়েছিলে তারে
বুঝলো না সে, পাষাণ সে হৃদয় ছেড়ে গেল তোমারে
চুপিসারে, অতি সন্তর্পনে ভীরু কাপুরুষের মত।
কত স্বপ্নের জাল বুনেছিল হরিণী সে চোখ তোমার
চাঁদ, তারা, অন্ধকার আর ঝিঁঝি পোকার সাথে কথা বলে।
একদিন আসবে সে তোমার হৃদয় মন্দিরে
অন্ন -প্রসাদ হাতে নিয়ে তোমাকে পূজো দিতে।
তারপর গড়িয়েছে অনেকটা বছর, জমা হয়েছে সহস্র স্মৃতি
স্মৃতির ডায়েরিতে; চাঁদ, তারা এখনো উঠে রোজ
হাতছানি দেয়, শিষ বাজায় অত:পর নিভে যায়
তোমার সাড়া না পেয়ে।
এগুলো আজ সবই অর্থহীন, প্রেমহীন তোমার জীবন।
হাল ছেড়ো না হে বন্ধু, মনোবল চাঙা করে
জ্বালাও প্রদীপ; অন্ধকারে খুজেঁ নাও আলো
শূণ্যতার মাঝে পূর্নতা খোঁজ, ঘুচবে আঁধার- কালো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।