স্বপ্নেরা প্রাণ পায় সংগ্রামে
- নন্দী সূর ১৭-০৫-২০২৪

স্বপপুরণই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, 
বাস্তবের নিয়ন্ত্রকই স্বপ্নহরণ 
করে চলেছে গোপনে,  দু-পায়ে দলছে 
লক্ষ লক্ষ যুবকের লব্ধি সারাক্ষণ। 
শ্রমিক, কৃষক-- আরো কত শত জন 
প্রার্থনা করে, "স্বপপুরণ হোক মোর।" 
হায় ! হায়না কবলে গোলম-জীবন 
বোঝে না ! ভাবে আসবে সুখের প্রহর ! 

স্বপ্নেরা ধরা দেয় না, মিঠে প্রাণপাশে--
স্বপ্নেরা ফলে না, চাইলেই অনায়াসে, 
স্বপ্নেরা স্বপ্নই দূষণ যদি না থামে ;
স্বপ্নের গড়ন রক্ত-ঘামের নির্যাসে-- 
পোড়া নিশ্বাসে, জাগরুকের বিশ্বাসে, 
স্বপ্নেরা দেহ পায়, প্রাণ পায় সংগ্রামে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।