পুনরুত্থান
- নন্দী সূর ১৭-০৫-২০২৪

যখনই আমি হারি অন্ধকারের কাছে,
কাতরাই অসহ্য যন্ত্রণার ছোবলে
ক্ষতবিক্ষত হয়ে,
তখন নিজেকে ঢাকি
একাকীত্বের খোলসে।
বোঝাপড়া চলে দীর্ঘ সময় ধরে
একাকীত্বের সাথে,
আমি হার মানি।
আমার একাকীত্বের লাল চোখ
আমাকে ফিরিয়ে আনে আবারও
মানবিকতার মাঝে,
প্রশ্ন বানে জর্জরিত করেই চলে
বিদীর্ণ করে আঘাতে আঘাতে।
ঠিকরে বেরিয়ে আসা
অতি নির্মম ক্রোধাগ্নি বর্ষণ
পোড়ায় হৃদয়ের প্রত্যেকটি কোষ,
ছাই করে জমা জঞ্জাল,
মুক্ত করে বেদখল হওয়া অন্তরের
বিস্তীর্ণ জমিন।
আমি ফিরি বারবার
ফিনিক্স পাখির মত ছাই ফুঁড়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৯-২০২৩ ০০:৩১ মিঃ

খুব সুন্দর

নন্দী সূর
০৫-০৯-২০২৩ ১২:২৯ মিঃ

ধন্যবাদ