ইলিশ
- মোঃ বজলুর রশীদ ২০-০৫-২০২৪

ইলিশ,
তুমি জাতীয় মাছ
নদীর রাণী,
তাই ঐশ্বরিক জানি ।


ইলিশ,
তুমি পদ্মার আলিঙ্গনে,
তোমার রূপালি আঁশ জ্বলে,
পদ্মা -যমুনা নদীর মিলনস্থল
গোয়ালন্দ মোহনার কোনে ।


ইলিশ,
তোমার দীর্ঘ যাত্রা পথে ,
সমুদ্র থেকে স্রোতে,
বর্ষায় তুমি আসো
সেই চিরচেনা পদ্মায় অভিমুখে।


ইলিশ,
রান্নাঘরে, রাধুনির হাতে,
সরিষার সাথে,
স্বাদ আকাশ ছুঁয়েছে,
ভাত খিচুড়ির সাথে,
বৈশাখ এলে ,
পান্তাও থাকে সাথে।


ইলিশ,
তুমি স্বাধে
তুলনাহীন মাছ,
ইলিশ মোদের অহংকার,
তুমি আছ তাই,
রন্ধন শিল্পে
করেছ বাজিমাত ।


ইলিশ,
তুমি স্বাদের অদ্বিতীয় মাছ ,
বাংলাদেশের অহংকার তুমি,
তোমার স্বাধে পাগল যেন,
সমস্ত বাঙালী জাতি হাহাকার ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।