মানা
- সিফাত মৃধা ১৮-০৫-২০২৪

দেখিয়া তোমার ছলনাময়ী রুপ
তাহারা করেছিল আমায় মানা,
আমি তাদের মানাকে উপেক্ষা করে
বেসেছিলাম তোমায় ভালো।

আমি এ জগতে দেখেছি বহু মিলন
আমি দেখেছি বহু বিচ্ছেদ।
আমিতো সাদা দুধকেও ভালোবাসায় -
আঘাত পেয়ে কালো হয়ে যেতে দেখেছি,
আমিতো দেখেছি পাথরকেও অঝর ধাড়ায় কাঁদতে।
তবুও আমি সেগুলো দেখে বুঝিতে
পারিনাই ভালোবাসার নির্মমতা।

জগতের লোকে তোমায় ভালোবাসতে
আমায় করেছিলো মানা।
হয়তো তাদের মানা কে বাঁধা ভেবে,
যখন তোমায় ভালোবাসতে গেলাম আমি।
যখন আমার সর্বস্ব তোমায় করিলাম দান।
তুমি বুঝিলে না সেগুলোর মর্ম
পথের মাঝে আমায় করে গেলে একা।

আমি পথের মাঝে ভিখারি সাজে ভিক্ষা করি মানুষের দ্বারে দ্বারে আর অপেক্ষা করি তোমার।

কাব্যগ্রন্থ - নুসরাত
রাত ১:৫৯
২৫ই ফাল্গুন ১৪৩০বঙ্গাব্দ
৯ই মার্চ ২০২৪ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।