প্রেমের বোধ
- হাসিব মহিউদ্দিন ১৪-০৫-২০২৪

দুখের প্রদীপ জ্বালিয়ে রেখে আলয় করি আলা
কে বুঝেছে পুরুষ লোকের একা থাকার জ্বালা।।
তপস্বী আর ঋষি মুনি তাদের কথা আমি শুনি,
গাইনি আমি তপস্বী আর মুনির মতন পালা।
কে বুঝেছে পুরুষ লোকের একা থাকার জ্বালা।।

লাজুক রয়ে নিজের মাঝে আমার গুটিয়ে থাকা,
যুগল হতে নিজের স্রোতে তাঁরে কেবল ডাকা।
জ্ঞানী কিনা জানিনা তা চালাই শুধু কলম পাতা,
গানের কথাই লিখে চলি ভরাই সুধার ঢালা।
কে বুঝেছে পুরুষ লোকের একা থাকার জ্বালা।।

প্রদীপ যবে নিভে যাবে সুখ এসে রায় দেবে,
হিসাব আমি রাখিনি আর আমি বেহিসেবে।
খিড়কি আমি খুলে রাখি আসুক এসে চৌর্য মাখি,
পাবে কেবল আমার ঘরে গানের সুবাস ডালা।
কে বুঝেছে পুরুষ লোকের একা থাকার জ্বালা।।

মায়ের কাঁকন জমা আছে অনুজ পাবে পারে,
দেবো তারে যে হবে আর আমার অংশ ভারে।
গলার হারে পড়াবো যে আছি আমি কল্পে মজে,
গড়িনি আর নতুন করে তার লাগি নিজ মালা।
কে বুঝেছে পুরুষ লোকের একা থাকার জ্বালা।।

আমার যতো সম্পদ আছে রাখি যে আজ তুলে,
সবচে' বড় ধন জানি সে ফুটুক কোমল ফুলে।
স্বর্ণ কাঁকন দেবো তারে আছি আমি মনের ভারে,
আর দেবো হায় তার দু'হাতে হিরণ দ্যুতির বালা।
সে বুঝেছে পুরুষ লোকের একা থাকার জ্বালা।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।