এই ঘর আমার নয়
- জাফর পাঠান ১৭-০৫-২০২৪

এই ঘর আমার নয়
জাফর পাঠান

কোন্ ইন্দ্রজালের ধরায় বেঁধেছি বাসা
অবিরাম ভালোবাসা-যেথা শুধু দূরাশা
আশার যদি বাঁধি বাসা, পুষি উচ্চাশা
মনে হয় গড়ছি নিরাশা-সবি ধুঁয়াসা।

স্বপ্নের ঘর হয়ে যায় পর-হলে নিথর
সূচনায় জঠর-মৃত্তিকা যাত্রা অতঃপর,
রেখে যাই সর্বস্ব, আদুরে দেহ জহর
জনম থেকে জন্মান্তর, ধারা নিরন্তর।

কিসের আশায় এসেছি-নশ্বর চরাচরে
ইচ্ছার সমাধি খুঁড়ে, যাত্রা অচিনপুরে,
প্রশ্ন আসে প্রশ্নকে ঘিরে-অনন্ত নিগূঢ়ে
স্থায়ী বাস কে করে-আমার বসতঘরে।

কুঞ্জবনে অফলা বৃক্ষ, যত ফলাই ফল
মর্ত্যের মরু বুকে আমি-একবিন্দু জল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
০২-০২-২০১৫ ১৮:০৯ মিঃ

very fine @@@@