জানালার পাশে
- সিফাত মৃধা ১৮-০৫-২০২৪

আমি জানালার পাশে বসে,
সারাটি দিনজুড়ে বাহিরে থাকা
শিমুল গাছটি দেখিতে থাকি।
অপেক্ষায় থাকি কবে আসবে
তুমি সেগাছের তলে।
পাশাপাশি একসাথে বসে;
হাতে হাতটি ধড়ে যখন তোমার কাঁধে
রাখবো আমার মাথা।
আর,
ভুলে যাবো আমার সারাদিনের অপেক্ষার কথা।

যখন তোমার তরে বলিবো;
আমার এযাবৎ কালে অপেক্ষার কথা।
তুমি যানোনা প্রিয় আমি কতটাকাল ধড়ে
সেই শিমুল গাছটির দিকে তাকিয়ে তাকিয়ে
অপেক্ষা করেছি তোমার,
তুমি আসোনি।
তাই বলে আমি হার মানিনি,
যেমনি করে হার মানেনি সেই
শিমুল গাছটি কাল-বৈশাখীর ঝড়ে।
যতবার ঝড় এসেছে ততবার গাছটি
তার শিখরের সাথে শক্ত করে
আষ্ঠেপৃষ্ঠে লেগেছিল।
গাছটি কখনোই হাল ছাড়েনি
ভেঙ্গে পড়েনি সেই ঝড়ে।
তেমনি আমি তোমাকে পাবো বলে,
অপেক্ষা করতে করতে ভেঙ্গে পড়িনা কখনোই,
তোমাকে পাওয়ার ওই আক্ষেপ আর অপেক্ষার
কখনোই কোনো কমতি হতে দেইনা।
আমি আমার অটুট বিশ্বাসের সাথে আর উৎসাহের
সাথে তোমাকে পাবো বলে,
জানালার পাশে বসে অপেক্ষায় দিন কাটাচ্ছি আজো।



৭:৩৭ রাত
৯ই চৈত্র ১৪৩০বঙ্গাব্দ
২৩শে মার্চ ২০২৪ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।