নারী তুমি
- আইনুল হক ১৪-০৫-২০২৪

লাগলো যেন ওই চাঁদমুখে চন্দ্রগ্রহন
আমি রসিকতাই যদি করি জ্বালাতন।

পথে যেতে যেতে সে যদি পিছু তাকায়
চোখে চোখ পড়লে আমি মরি লজ্জায়
বুঝিনা আমি নারী তুমি ছলচাতুরি
শুধু শুধু করে চলো সারাক্ষণ।।

মুখরার মুখের কটু কথা থামাতে নাহি চায়
আমি কাছে এলে আবার বোবা সে হয়ে যায়
নারী বহুরূপী সে দেয় না অনুরাগীরে মন।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।