একাকিত্ব
- দেবদত্তা পাল ১৮-০৫-২০২৪

জনসমুদ্রের একাকিত্ব করছে মোরে গ্রাস,
হাজার লোকের ভিড়ে একা মোর বাস।
ছুটছে দুনিয়া,আত্মীয় পরিজন ইন্টারনেটের গতিতে,
পিছনে ফিরে হঠাৎ দেখি নেই মোর প্রিয়জন।
কি হবে তবে এত অর্থ এত অহং?
সবকিছু কে পিছনে ফেলে,
চলে যেতে হবে এক না জানার দেশে...
সঙ্গী একাকিত্ব...
ধন - সম্পদ যত পার্থিব বস্তু নিমেষেই অর্থহীন।
সংগ্রহ শুধু থেকে যাবে কুড়িয়ে পাওয়া মনুষ্যত্বের বন্ধন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৪-০৪-২০২৪ ০০:২৮ মিঃ

অনন্য সুন্দর সৃজন কবি । মুগ্ধতা একরাশ।

দেবদত্তা পাল
০৪-০৪-২০২৪ ০৮:২০ মিঃ

অসংখ্য ধন‍্যবাদ????