স্পর্শের বাইরে
- আসরাফুজ্জামান সোহেল ১৬-০৫-২০২৪

স্পর্শের বাইরে
________
ভেবেছি,
তোমায় নিয়ে লিখবো না আর কিছু,
লিখবোনা আর কোন কবিতা গান
কিংবা কোন গদ্য!

তোমার রাজ্য থেকে তাই চলে এসেছি
অনেকটা দূরে..
বলতে পারো জন্মান্তরেরও বাইরে,
কোন এক অচিন পুরে!

এখানে আকাশটা একদম অন্যরকম!
কোথাও নীল নেই, ভেসে বেড়ায় না কোন মেঘ,
হয় না কথোপকথন নদী আর পাহাড়ের!
তাই নেই কোন দ্বন্দ্ব আলো আর আঁধারের ৷
এখানে পাখিরাও গায়না কোন গান,
ফোটে না কোন পদ্ম!
বহেনা কোন ঝর্নাধারা!
অনেকটা পথ হেটে গেলেও
দেখা মেলেনা শিশির ভেজা ঘাস, কিংবা-
গোধূলির রক্তিম আভার!
খুজে পাওয়া যায় না কোন কাশের বন
যায় না ধরা এক চিলতে আলো জোছনার,
-তাই স্পর্শের অনেক বাইরে এখন আমি
ইচ্ছে হলেই, ছুঁয়ে দিতে পারবে না আর!

✍️আসরাফুজ্জামান সোহেল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।