নামাজ
- বিধান চন্দ্র দেবনাথ ১৭-০৫-২০২৪

শুক্রবার দিন সব মুসল্লি
যায় মসজিদ দিকে,
হাতের যত কাজ আছে
দেয় ফেলে রেখে।

আগে নামাজ পরে কাজ
তাইতো ফেলে রাখে,
জুম্মার দিনের জন্য সবাই
অপেক্ষায় চেয়ে থেকে।

যোহরের আযান যখন
মসজিদ মাইকে শুনে,
অযু করে হাটতে থাকে
তাঁরা মসজিদ পানে।

অযুর পর প্রতি কদমে
আছে ভাইরে সওয়াব,
নামাজের মাধ্যমে দূর হবে
সকল পাপ তাপ।

নামাজ হল বেহেস্তের চাবি
মুসলিম উম্মার জন্য,
নামাজ পড় সৃষ্টিকর্তার নামে
জীবন করো ধন্য।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।