দূরের লোক
- আসরাফুজ্জামান সোহেল ১৭-০৫-২০২৪

দূরের লোক
_______
জানে আমার অন্তর্যামী
জানে আমার মন
কাহার লাগি পরান পোড়ে
কান্দে সারাক্ষণ,

যাহার লাগি মন বিবাগী
অন্ধ হইলো চোখ
পর কইরা রাখলো আমায়
ভাবলো দূরের লোক,

বুক জমিনে রাখলাম যারে
পুষলাম পাখির মতো
আসমান ভাইঙ্গা জোছনা দিলাম
ভালো বাসলাম কতো,

অন্তর নামের দোতারাটা
বাজলো যাহার নামে
কতো নিশি ভোর হইলো
চাইয়া আকাশ পানে,

বুকের মধ্যে বইলো কতো
কালবৈশাখীর ঝড়
জানলো না সে কেমন কইরা
পদ্মায় বালুচর!

শুধু করলো আমায় পর!
শুধু জানলো আমায় পর!

✍️আসরাফুজ্জামান সোহেল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।