প্রিয় বন্ধু
- মুহাম্মদ শাফায়াত হুসাইন ১৫-০৫-২০২৪

আছে কী শ্রেষ্ঠ সম্পর্ক বন্ধু ছাড়া অন্য?
দুর্দিনে সাহায্যে হাত বাড়াতে যে পারে
মন ছোঁয়ে মুখে হাসি আনতে আমারে
ধর্ম পথেই প্রকৃত বন্ধু হবে ধন্য।

শ্রেষ্ঠ সখ্য হয় সম ভাবনার জন্য
কুকাজে নয়,নিযুক্তি ভালো কাজে তারে
ভুল পথ হতে ফিরে আনে বারে বারে
প্রিয় বন্ধু ছাড়া হবে যে জীবন দৈন্য।

কিরণে ছায়ার মতো যে সহানুভূতি
সদা আপদে বিপদে সুখে দুখে রবে
আমোদে কাটবে ভালো বন্ধু পাবে যবে
শুভ কামনা প্রকৃত বন্ধুর যে কীর্তি।

বন্ধুত্ব টিকিয়ে রাখ বিসর্জন দিয়ে
কৃতঘ্ন হবে না কভু সহায়তা নিয়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।